পথ হারানোর ঠিকানায়
হেরে হারিয়ে যাওয়া মানুষের ভিড়ে
আরও এক নিরুদ্দেশী....কী আসে যায়?
কেউ খোঁজ রাখে না
পথ চেয়ে থাকে না কেউ!
ফিরতে হয় নিজেকেই...মুষ্ঠিবদ্ধ দৃঢ় প্রত্যয়
যোজন দূরে থাক না পড়ে
মান-অভিমান-ভয়,
আরও একবার,উদ্দেশ্য খোঁজার উদ্দেশ্যে
শুধু জীবনকে ভালোবেসে!