সাহসী হতে হয় সত্যের মুখোমুখি দাঁঁড়াতে
কঠিন সত্য আত্মস্থ করতে প্রয়োজন অনেকটা দুঃসাহসের
মানিয়ে গুছিয়ে বহমান স্রোতে গা ভাসিয়ে দিব্যি এগিয়ে চলার পথে তবু যদি বাধ সাধে সংবেদনশীল নোনা স্বাদ
এককোণে পড়ে থাকা অবহেলিত ক্যানভাসে বহু দিনের অপূর্ণ ছবিটায় যদি দিতে পারি সবুজের শেষ তুলিটান
হয়তো বা মিটিয়ে দিতে পারব যা কিছু পথের দাবী।
ঠিক ভুলের মূল্যায়ন বড্ড আপেক্ষিক
অযথা কথাদের ভিড়,
অকারণ বিতর্কে তাই অবিশ্বাস
অনেকটা সাহস জুগিয়ে খড়কুটো আয়োজনে মহাযজ্ঞের আহূতির টানে
সময়ের বিশ্বস্ত হাতে হাত রেখে বিশ্বাসের নবজন্ম
উদযাপনে মাতি
মুহূর্তকে ভালোবেসে বেঁঁচে থাকার আনন্দ উচ্ছ্বাসে।