তুমি মেয়ে হয়ে জন্মেছ...
কোনো অন্যায় তো করোনি যে
রাতের অন্ধকারে একলা পথে হাঁটতে পারবে না
ক্লান্ত শরীরে কর্তব্য পালনের জন্য একটু বেশি রাতে
একলা কোথাও বিশ্রাম নিতে পারবে না,
একা বাঁচতে পারবে না..মন খুলে কথা বলতে পারবে না....যখন যেখানে যেমন খুশি পৃথিবীর বুকে স্বাধীন হতে পারবে না!

তুমি মেয়ে হয়ে জন্মেছ...
কোনো অন্যায় তো করোনি।
তুমি সৃষ্টিকে ধারণ করেছ আজীবন
কারও অধিকার নেই যে তোমাকে দেবে নারকীয় মরণ!
তুমি স্রষ্টার অমূল্য সৃষ্টি
তুমি না থাকলে থেমে যাবে বৃষ্টি
থমকে যাবে চাঁদ সূর্য তারা,
হাসবে না ফুল বইবে না হাওয়া
ঝাপসা চোখে অসহায় জগৎ দেখবে পৃথিবীর থেমে যাওয়া!

তুমি মেয়ে হয়ে জন্মেছ....
কোনো অন্যায় তো করোনি
সৃষ্টির আদি থেকে সমগ্র জগৎ তোমার কাছে ঝণী!
তুমি লক্ষ্মী হও স্নেহশীল পিতার জন্য,ছায়াসঙ্গী স্বামীর জন্য আদরের সন্তানের জন্য..প্রকৃত বন্ধুর জন্য...
যারা চেয়েছে একটি সবুজ পাতা, তুমি তো বরাবর তাদের হাতে তুলে দিয়েছ অরণ্য,
সময় এসেছে পৃথিবী দেখুক তুমি দুর্গা কিংবা কালী রূপেও অনন্য।
সেইসব অসুরের দল নিজেদের পুরুষ বলে যারা
তোমার রোষের দাবানলে আজকে হোক তারা দিশাহারা।
অনেক হলো শান্তি বার্তা মোমবাতি মিছিল
প্রয়োজনে আজ অশান্ত হও...মশাল জ্বালো,খর্গ তোলো হাতে
ত্রিশূল কিংবা তলোয়ার রেখো সাথে
নারী স্বাধীনতার অধিকার ছিনিয়ে নিতে আজকে রাতের মহাযজ্ঞে হও সামিল।

তুমি মেয়ে হয়ে জন্মেছ....
কোনো অন্যায় তো করোনি,
দোষ তো করেছে ওরা যারা শরীর সর্বস্ব পুরুষ তো হয়েছে...মানুষ হতে পারেনি!

এই পৃথিবী তোমারও...
আকাশ বাতাস জল বায়ু মাটি
পথঘাট নদী পর্বত....স্বাধীনতা হোক খাঁটি।
আর ভেসো না চোখের জলে....কপালে তোলো রক্তের জয়টীকা,
রাত দখলের মহামিছিলে আজকে রাতে ইতিহাস হোক লেখা!