সমর্পিতা...শুনছো,
না হয় তুমি কঠোর হতে পারোনি সেভাবে
যাদের তুমি খুব ভালোবাসো...
না হয় তুমি ফিরে এসেছ তাদের কাছে অবহেলা সত্বেও বার বার
ইগোর লড়াইয়ে সামিল হওনি...খুব যত্নে আগলে রেখেছ সম্পর্কগুলো নিরলস প্রচেষ্টায়...
তাই বলে তুমি বোকা নও।
না হয় তুমি স্বতন্ত্র অস্ত্বিত্ব নিয়ে তৎপর হওনি কখনো
অবলীলায় ছেড়েছ সাচ্ছন্দ্যময় চেনা গলিপথ
কাছের মানুষদের রাজপথে হাঁটতে দেখবে বলে
তাই বলে তুমি বোকা নও।
লক্ষ শুভকামনায় জ্বালতে চেয়েছ হাজার প্রদীপ
সম্পর্কের অন্ধকার আনাচ কানাচে
জোছনা চেয়েছ ওদের জন্য
ঋণী হয়ে গেছ বার বার চাঁদের কাছে,
তাই বলে তুমি বোকা নও।
তুমি ভালোবাসতে জানো,তুমি প্রেমময়ী
আপাদমস্তক আবেগে মোড়ানো।
এবার একটু থামো...বিশ্রাম নাও
একটঅ ফুলেল বসন্তের অপেক্ষায় থাকো শুধু নিজের জন্যে,
একটা শ্রাবনে জ্বরে পড়ে থাকো শুধু প্রাণপন ভেজার কারণে।
নিজেকে সাজাও যেমন খুশি যেভাবে যখন ইচ্ছে
যাবো কি যাবো না কী বলবে লোকে...আর ভেবোনা
দেখো অযথা সময় নষ্ট হচ্ছে।
যা কিছু গেছে যাক,যা পড়ে আছে থাক
দু'হাত বাড়িয়ে সীমানা ছাড়িয়ে চলো ঘুরে আসি
মেঘ ছুঁয়ে আসি
জীবনের স্বাদ পেতে চলো তুমি-আমি হই বেপরোয়া বানভাসি...!