একটা চারাগাছ পুঁতেছিলাম...
প্রতিদিন নিয়ম করে
গোড়ায় জল দেওয়ার ব্যস্ততায়
ডালপালা ফুল ফলের বিস্তার নিয়ে ভাবার সময় হয় নি আর।
হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখি
ফুলে ফলে ভরা বৃক্ষের শীতল ছায়ায়
অনাবিল শান্তির স্পর্শ...
আমি অক্লান্ত পথিক
এখনও যে অনেকটা পথ চলার বাকি....!