রঙ তো আমার মুঠোয় ভরা
মাখাব বলে তোমায়...
কয়েক বসন্ত ছিলাম অপেক্ষায়!
দু'চোখে আমার রঙিন স্বপ্নসুখ
স্বপ্ন ভাঙতেই দেখেছি...
সোহাগী রঙে পূর্ণ তোমার মুখ,
আমার জন্যে জায়গা কোথায়?
হয়তো বা খাদ ছিল আমার চাওয়ায়!
চাই না মেলাতে চাওয়া পাওয়ার হিসেব
শুধু ভালোবাসতে চাই,
জীবন খাতার ফিকে পাতায়
রঙিন এক ভালোবাসার গল্প লিখে যাই!
রোজ বিকেলে লাল গোধূলি
আমার চোখের জলকে ছুঁয়ে যায়,
স্বপ্ন আবার নতুন করে বাসর সাজায়।
উঠোন জুড়ে নাইবা থাকুক জ্যোৎস্না
তুলসী তলায় প্রতি বসন্ত
মনে করে ঠিক...
আশাদীপ জ্বালিয়ে রেখে যায়!
যদি কখনো কম পড়ে যায়
জেনো,আজও মুঠোবন্দী রঙ
শুধুই তোমার অপেক্ষায়!