রাতের রজনীগন্ধা হাতে জীবন
ভোরের শিউলির গল্প শোনায়,
ইজেলে সাদা ক্যানভাস...আকাশের রং কী হবে?
তুলিটা দোটানায়!