কম পড়ে যায় কলমের কালি
কম পড়ে যায় বুলি,
তোমায় নিয়ে দু'চার কথায়
কেমন করে বলি?
তোমার মহিমা সাগরসম
তুমি অক্লান্ত ঢেউ,
এমন স্নেহ ভালোবাসা
আর কি দেবে কেউ!
তুমি হলে সাঁঝের তারা
আকাশ প্রদীপ জ্বালো,
রাত্রি যখন আঁধার আনে
তুমি সাজাও আলো!
তুমি যে মা ত্যাগের প্রতীক
তুমি তুলনাহীন,
সাত জীবনেও শোধ হবে না
মাগো তোমার ঋণ!
ত্রস্ত পৃথিবী একলা আকাশ
তুমি শান্তির ঠাঁই,
আর জীবনে বার বার যেন
তোমাকেই মাগো পাই!
(পৃথিবীর সকল মাকে জানাই অপার শ্রদ্ধা ও প্রণাম)