প্রত্যাশা নয়...
আশা রেখো মনে
ভরসা রেখো হৃদয়ের কোণে,
কুড়োতে যেন পারি দু'হাত ভরে
কৃষ্ণচূড়া পলাশ বকুল,
জুঁই কামিনী শত শত ফুল
হৃদয়ের পথ ধরে!
ফুলে ফুলে সাজিয়ে দেব
তোমাদের ওই পথ,মনকে উজার করে!
না!প্রত্যাশা নয়,
আশা রেখো মনে
ভরসা রেখো হৃদয়ের কোণে
আমার জন্যে...
তোমাদের ওই আশার কিরণ
দিক না ছুঁয়ে আঁধার সে কোণ,
আমার মনের ঘরে...!