ভেবেছিলাম সবটা বলব সাক্ষাতে
ঝড় উঠেছিল সেই রাতে,
কেটে গেছে পঁচিশটা বছর
কখন...অপেক্ষাতে!
অবশেষে সময়ের হয়েছে সময়,
মুখোমুখি তুমি-আমি
ছুটন্ত ট্রেনের ছোটো কামরাতে!
আজ আর অনুভব করি না
শিরা-উপশিরায় শোণিতের ছুট
ভীষণই উদার আজ
সেদিনের হিসেবী করপুট!
বদলে গেছো অনে...ক
পাশাপাশি হাসিখুশি তোমার সুখের ঠিকানা
না বলাই থেকে গেলো আবারো!
কেটে গেলো আরও কিছু নির্বাক সময়
চারটি চোখে চেনা স্মৃতি,
অভিনয়ে এতোটা অচেনা?
যেতে যেতে তবু কোন সে পিছুটান
কয়েক ফোঁটা অশ্রু আজও অম্লান!
প্রশ্ন শুধু একটাই উঠেছিল
আবার একটা মরীচিকার জন্ম হলো,
চশমাটা তুলে চোখ মুছেছিলে শেষটায়...
কিছু কি পড়েছিল
না কি সে আমারই জন্যে ছিল?