এক সমুদ্র গভীরতা কিংবা আরও খানিকটা গভীর জীবনবোধ নিয়ে পৃথিবীর সামনে দাঁড়ালে সে
কি তোমার হাতে অমৃতভান্ড তুলে দেবে?
না! হয়তো দেখিয়ে দেবে সমুখের পথ...
যেখানে পর্ণমোচী সারি সারি
বলবে, হেঁটে যাও ওই পথ ধরে
যদি গড়ে নিতে পার সবুজ বনানী এগিয়ে যাবে
আরও খানিকটা পথ...
কাঁটা বিছোনো সেই পথ ধরে অক্ষত যদি যেতে পার
সমুখে পেতেও পার রাজপথ
উল্লাসে ছুটে যেও না
পাতা আছে মরণ ফাঁদ
হিসেব কষে সন্তর্পণে পা ফেলে যদি পৌঁছে যেতে পার পথের শেষে দন্ডায়মান একরোখা ভীষণ জেদী
পাহাড়টার শিখরে...
সেখানেই রাখা আছে রাজ সিংহাসন...
সেটা তোমার
বসতে পার, রাজার মতো যেওনা শুধু ভুলে...
জন্মের পর এই মাটিতেই প্রথম পা ফেলেছিলে!

#moutushi