আমরা যারা কবিতার আসরে কবিতা প্রকাশ করি তারা প্রায় প্রত্যেকেই পরস্পরের কাছে অপরিচিত...কিন্তু কী অদ্ভুতভাবে শুধুমাত্র লেখনীর মাধ্যমে পরস্পরের ভাবনার সঙ্গে যুক্ত হযে় আছি..একটা কবিতা প্রকাশ করার পর মুখিযে় থাকি একে অপরের মতামতের জন্য...এটা মনে হয় শুধুমাত্র শিল্পী মনের দ্বারাই ঘটানো সম্ভব..এখানে কবিতা প্রকাশ করার মাধ্যমে আমরা হয়তো খ্যাতি,নাম ,যশ,ঐশ্বর্য অর্জন করব না..কিন্তু এই আসর থেকে নিযে় যাব শুভকামনা,পরস্পরের প্রতি শ্রদ্ধা,সম্মান,ভালোবাসা কুডি়যে় নেওয়া কিছু প্রশংসা,নতুনভাবে ভাবতে শেখার সুযোগ,নতুন কিছু শিক্ষা,অভিজ্ঞদের পরামর্শ ইত্যাদি....যা টাকা,পয়সা,ঐশ্বর্য -এর থেকে অনেক বেশি মূল্যবান...জীবনের পরম পাওয়া...আজকের দুনিয়ায় মানুষ হিসেবে আমাদের মান ও হুঁশ উভয়ই সংকটে...তাই কবিতা বা লেখনীর মাধ্যমে আমাদের প্রত্যেকের ভেতরকার শুভবুদ্ধিগুলোকে প্রকাশের দ্বারা যদি পরস্পরের ভাবনার সঙ্গে একীভূত হতে পারি তাহলে হয়তো একটি স্বপ্নের সমাজ গঠিত হতে পারে...জানি এগুলো তত্ত্ব কথার মত শোনায়.......আবার এটাও তো ঠিক যে এখানে কবিতা প্রকাশের মাধ্যমে আমরা কত সহজে জাতি ,ধর্ম নির্বিশেষে একে অপরের ভাবনাগুলোকে সম্মান জানাতে পারছি....এটা বোধহয়একমাত্র লেখনীর দ্বারাই সম্ভব.....আমার মতে শুধু কবিতা প্রকাশ বা কবি হিসেবে নিজের ক্ষমতা দেখানোটাই এই আসরের একমাত্র উদ্দেশ্য হতে পারে না....সেভাবে ভেবে দেখলে এর একটা বৃহত্তর দিকও নজরে আসবে......তাই
আমি ব্যাক্তিগতভাবে এরকম একটা মাধ্যমের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি....তাই কবিতা.কম-এর প্রতি আরও একবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি......ধন্যবাদ