হৃদয় মাঝে স্থান দিয়েছি যাকে
কোন সে ভুলে ভুলব বলো তাকে?
ডাকুক সময় যতোই কঠিন সুরে
মনের বাঁধন দেয় না যেতে দূরে!
নাই বা হলো নিত্য চোখের দেখা
জানবে তাকে পলকে বেঁধে রাখা!
প্রাণের দোলায় দুলবে জীবন যদি
সেও যে ছুঁয়ে থাকবে নিরবধি!



(কবিতার জন্য)