আমায় পাগলি বলে ডাকনি কখনো...
তোমার মতো করে পারতাম না বলে
বার বার বলতে...পরিণত হও
ছেলেমানুষিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে খানিকটা রাগ করেই বলতে...পরিণত হও
যদি একবার পাগলি বলে ডাকতে!
খুব চাইতাম...ভীষণ চাইতাম
মাথায় আলতো আঘাত করে বলবে...
পাগলি একটা!
আমার ছেলেমানুষির মাশুল তোমায় গুনতে হয়
বুঝিয়েছ অনেকবার,কিন্তু ওই যে
"স্বভাব যায় না ম'লে"
ঠেকেছি...মাঝে মধ্যে ঠকেছি হোঁচট খেয়ে পড়েছি
আবার উঠে দাঁড়িয়েছি পরিণত হওয়ার অদম্য প্রচেষ্টায়!
অ...নেকটা পথ কেটে গেছে শুধু পাগলি শোনার অপেক্ষায়।
তুমি কি আজও আমায় বকবে...বলবে পরিণত হও?
এখন আর কথায় কথায় কাঁদি না
গাল ফুলিয়েও বসে থাকি না পান থেকে চুন খসলেই!
আমি তো বরাবর গা ভাসিয়েছি এলোমেলো স্রোতে
নির্বাক শ্যাওলার মতো
বরাবরের সখ্যতা ঝোড়ো হাওয়ার সাথে।
তোমার জীবন দর্শনে অবাক হই
আমিও শিখতে চাই!
এখন রাগ হলে আগের মতো চেঁচিয়ে উঠি না আর
শুধু মাটির দিয়ে তাকিয়ে থাকি অপলক!
তুমি কি আজও আমায় বকবে,বলবে
পরিণত হও?
তোমার চরম বাস্তবিক মনোভাব...আমার 'পাগলি শোনার অতিরঞ্জিত নাটকীয়তায় গা ভাসানোর ইচ্ছে...কতো ছেলেমানুষ আমি হয়তো বোকাও!
জীবনের মধ্যগগনে যখন শুধু সন্ধ্যে নামার অপেক্ষা
ইচ্ছেরা অবাধ্য হয় আবারো
পড়ন্ত বিকেলের হাত ধরে লাল দিগন্তের দিকে যেখানে সূর্যের বিদায় নেওয়ার তৎপরতা
গোধূলির আলতো স্রোতে ভাসিয়ে দিই সেই নৌকোটা
গলা ছেড়ে দু'হাত বাড়িয়ে গাই সেই চেনা গানটা...
"এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু"
মাথায় আলতো আঘাত করে তুমি বলবে...'পাগলি একটা'
তুমি আমায় 'পাগলি' বলে ডাকনি কখনো...!