যেদিন জানলাম ওরা কেউ চায় না আমায় -
অবাক হই নি!
কিন্তু,যখন জানলাম তুইও....বিশ্বাস হয় নি মা!
শুনেছি, পৃথিবীটা নাকি অপার সৌন্দর্যের ভান্ডার,
আমারও যে সাধ বড়ো -
দু চোখ মেলে প্রাণ ভরে দেখব আলোয় মোড়া সাধের জগতটাকে,
চেটেপুটে চেখে নেব জীবনের নির্যাস!
আমিও যে ব্যথা পাই মা,নীরব কান্নায় ভাসি আমিও...!
আমার ছোট্ট হৃদয় স্পন্দিত হয় প্রাণস্পন্দনে,
তোর সব অনুভূতি যে আমারও!
এসব তো তুই জানিস মা তবে কেন......!
স্বার্থান্বেষী অন্ধ মানবতার হাতে প্রতিদিন
কতো যে আমি চুপিসারে হই খুন,
অপরাধ....আমরা যে কন্যাভ্রূণ!
জীবনের প্রথম ও শেষ ঠিকানা
আঁধার....এবং আঁধার,
সুন্দর পৃথিবীটা দেখার লোভে ফিরে আসি তবু বারবার!
"ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা"
পারবি কি রাখতে ধরে সাধের পৃথিবী
আমায় ছাড়া....?
ওদের বলে লাভ নেই জানি
তাই তোকেই বলি মা -
অনুভবের শেষ সীমায় দাঁড়িয়ে
আর একটিবার আমার ছুঁয়ে দেখ না মা...
হয়তো বা অনুভবে আছি
আমি আর আমার ব্যথা!
না,কোনো দয়া বা করুণা নয়
গহীন অন্তরের ভালোবাসা দিয়ে যদি
গ্রহণ করতে পারিস আমায়,
ভেবে দেখিস আরো একবার......!