পদ্মপাতায় সময় দোলে
সূর্য গেছে অস্তাচলে,
বিনা আড়ম্বরে আজ
আরতি সাজাই,সাজাই ফুলে।
অনন্তের মাঝে বিরাজ তুমি
যায় কি বাঁধা আঁচলে?
রেখেছি তোমায় অন্তঃস্থলে
আছ যে চোখের কাজলে।
বর্ষিত হোক তোমার কৃপা
ভাসছে জগৎ চোখের জলে,
শান্তির বারি ঝরাও প্রভু
জীবন যে আজ দোলাচলে!
সকল কবি বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর অপার শুভেচ্ছা।