গোলাপের রক্ত লালেই শুধু ভালোবাসা...
আমি বিশ্বাসী নই!
কোনো এক চাঁদনি রাতের পূণ্য তিথি...
কামিনী কাঞ্চন জুঁই বেলি
দু'হাত ভরে নিলাম অঞ্জলি,
সুদূরের পথ ধরে পায়ে পায়ে আসছে প্রেম
বলছে হৃদয়,
কান পাতলেই দিব্যি শোনা যায়...পদধ্বনি!
স্বপ্নের ভারে দু'চোখের পাতা ভারী...ক্রমশ
সুবাস হারালেও
ফুল এখনও শুকিয়ে যায় নি অবশ্য!
ফুল তো ফুটবে আবার...
প্রেম তো আসে না বার বার!