একদিন আকাশ ছুঁতে পারিনি বলে
মাটির ওপর অভিমান হয়েছিল খুব
প্রশ্নের বাণে জর্জরিত
মাটি কিন্তু থেকেছিল অবিরত নিশ্চুপ।
কখনও করেনি প্রতিঘাত
হিংসে করেছি চাঁদকে সেদিন
জোছনাকে আসতে দেব না বলে
বন্ধ জানালায় কাটিয়েছি দীর্ঘ ভেজা রাত।


এরপর আকাশ জুড়ে কালো মেঘের জটলা
কারা যেন বিছিয়ে দিয়েছে ষড়যন্ত্রের জাল
প্রচন্ড শব্দে আছড়ে পড়ছে বিজুরী
মেঘেদের বুক চিরে...
চাঁদ জোছনা হারিয়ে গেছে নিকষ আঁধারের ভিড়ে।
মাটি তখন প্রচন্ড দৃঢ়তায় আঁকড়ে ধরেছে পৃথিবী
বৃদ্ধ বটকে জড়িয়ে তখন আমি
নিমীলিত আঁখিপল্লবে
মাটির কাছে আর কিছু করিনি দাবী!