চেয়েছিলাম...
ঘুম ভাঙা খুব ভোরে
কোনো এক ব্রহ্ম মুহূর্তে জাগুক তোমার অনুভূতি
সহানুভূতি চাইনি,
ভাঙা তরী এক নোঙর বেঁধেছে গোধূলির ঘাটে
সেই ভোর আর আসেনি!
শূন্য ডালি...আসে কান্ডারী
প্রতিদিন খেয়াঘাটে,
প্রশ্ন ভাসায় জলের তোড়ে
স্মিত হাসি হেসে সূর্য আবার
সেই চলে যায় পাটে!
#moutushi