একাকীত্বের হাত ধরে একদিন বেরিয়েছিলাম সমুদ্র দেখব বলে
দিগন্তের অন্ত্যমিলে অস্তিত্ব খুঁজে নেওয়ার অদম্য প্রচেষ্টায়,
ওই যে ঘন নীল...আমায় ভীষণ টানে
মনে হয়,নীলিয়ে দেব অব্যক্ত নীল মিলিয়ে দেব নীলিমায়
কেউ বুঝবে না কেউ জানবে না
সমুদ্রের নিগূঢ় গভীরতায় তলিয়ে যাবে উপন্যাসের শেষ পাতা।
ইচ্ছে হয় ভালোবেসে আঁকড়ে ধরি বার বার
যখন দেখি তিমিরের বুক চিড়ে বালুকার চরে জোছনার ঝিকিমিকি।
দুধ সাদা উত্তাল ফেনিল জলরাশির বুকে হারিয়ে যায় অবাঞ্ছিত ইতিকথা
কিছু অলিখিত পরিযায়ীর ভেজা ডানায় চাপিয়ে দিলেই দায়ভার থেকে মুক্ত হওয়া যায় না,
এখনও যে অনেককিছু লেখার বাকি,বলার বাকি আরও কিছু...হয়তো দেখারও বাকি আরও অনেক।
সাগর তটে নোঙর বাঁধা নৌকো বলে দেয়
কাল ভোরে সূর্য উঠলে আবার শুরু হবে পথ চলা
নতুন কোনো গন্তব্যের ঠিকানায়....
শুধু দীর্ঘশ্বাসে নয় প্রাণ ভরে শ্বাস নিলেও হাল্কা মনে হয় অনেকটা।