অবশেষে এসেই যায় সেই মাহেন্দ্রক্ষণ...
এক চিলতে রং-এর ছোঁয়া
টকটকে লাল রং টা ছুঁয়ে দিতেই
শিরা উপশিরায় উষ্ণ শোণিতের দ্রুত বয়ে যাওয়া...
শিহরণ!
ব্যতিক্রমী আনন্দ,খানিকটা সংশয়
আরও খানিকটা ভয়ের মাঝে
অনাবিল প্রশান্তি...স্বর্গীয় অনুভব,
লাল রং....চির কাঙ্খিত অমূল্য বৈভব,
নারীর অহংকার....যেন জন্মগত অধিকার!
সামনে অথৈ সাগর...
পেছনে ছোট শান্ত স্রোতস্বিনীর ফেলে আসা চেনা পথ,
যা কিছু শূন্য পূর্ণ করার অঙ্গীকারে
এগিয়ে চলার শপথ!
কিছু ফেলে আসা লেখা থাক স্বর্ণাক্ষরে
কিছু তোলা থাক খুব যত্ন করে!
কাঙ্খিত পিছুটান...
তবু নতুন জীবনের অমোঘ টানে
চৌকাঠ পেরোনো...এক বুক আশা-প্রত্যাশায়!
তখনো পেরোনো হয়নি....
অচেনার ভিড়ে নিজেকে চেনার কঠিন পরীক্ষা,
উর্ত্তীর্ণ হওয়ার প্রস্তুতি শুরু এখান থেকেই।
পড়ে থাক পরিচিত...খুব ভরসায় অপরিচিতের হাত
ধরে সাদরে স্বীকৃতি পায়....'নতুন জীবন',
দূরে,অগোচরে বাকি গল্প লিখবে বলে কলম ধরে সময়
ক্যানভাসে ছড়ানো এলোমেলো রং গোছাতে
অনেকেই ব্যস্ত যখন!
#moutushi