নারী মানে...
নাড়ির টান,যাকে ছুঁয়ে নবীন প্রাণের প্রথম আলোক পূণ্যস্নান!
স্নেহের আঁচল,মমতার ছত্রছায়া...ভীরু পায়ের নির্ভীক চলাচল!
নারী মানে...
প্রথম জ্ঞান,শক্তি...প্রেম ভালোবাসা দু'চোখে অচলা ভক্তি!
সর্বংসহা,ত্যাগের মূর্তি...শর্ত স্বার্থহীন নিবেদিত প্রাণ
আঁধার পথে দ্যূতি!
নারী মানে কোনো আঞ্চলিক সীমারেখা নয়
নারী মানে অনন্তের পথে যার সীমানা খুঁজতে হয়!