আর নয়....

মোমের মিছিলে প্রতিবাদী মৌনতা,
এ দেশের বুকে চেতনার ঘরে
মিটবে না দীনতা।
'বেটী বাঁচাও' 'বেটী বাঁচাও'
যতই চেঁচাও জোরে,
কী লাভ....
নেকড়ে হায়না হিংস্র পশুতে
দেশটা যে গেছে ভরে!

ওৎ পেতে আজ ওদের লালসা
পাড়ার মোড়ে মোড়ে!

যে দেশের মাটি রাঙা হয়ে যায়
ছোট্ট কুঁড়ির শোণিতে,
'সভ্য হয়েছি আমরা' বলতে
নজর থমকে ভূমিতে!
মৌন মিছিল,শাণিত কলমে
বদলে যাবে না ছবিটা,
নরমপন্থী শাসনে কেবল
বাড়বে ওদের বুকের পাটা!
কঠোর হাতে না ধরলে হাল
বইবে রক্তগঙ্গা,
ঘৃণার চোখে দেখবে জগৎ
কলুষিত হবে...'তেরঙ্গা'!

#moutushi