আমি তো বলতে চাই...
শুনবে কে?
আমি তো লিখতে চাই...
পড়বে কে?
আমি তো বোঝাতে চাই...
বুঝবে কে?
আমার চাওয়া না চাওয়ায়
যায় আসে না কারও,
কারণ...আমি কে?
(কথাগুলো সমাজের প্রতিটি ক্ষেত্রে সাধারণের প্রতিবাদী উচ্চারণের অবস্থান বোঝাতে বলা,কবিতা লেখার জন্য নয়!)