একটা হীরে...ধুলোমাখা
পথের 'পরে পায়ে পায়ে অবহেলিত,
কেউ চেনেনি...!
কোনো এক পথিক জহুরীর পেলব পরিচর্যায়
হীরে আজ স্বমহিমায়,
যথারীতি করে সবার মন জয়!
দিন যায় মাস যায়...সময় বয়ে যায়
জহুরীর অস্তিত্ব ম্লান...
হীরের চোখ ধাঁধানো দাম্ভিক উজ্জ্বলতায়!
জহুরীর সাজানো সংসারে
রত্নের আসা যাওয়া...আজীবন,
আগাম বার্তা ছাড়াই
ধুলোর ঝড়ও কিন্তু ফিরে আসে
বার বার...যখন তখন!