হাজার মনের ভিড়ে এ মন
খোঁজে তবু মন,
যে মন বলে মনের দুটো
কথা বলি শোন!
শুকনো পাতায় রাখে মুড়ে
যে মন ভেজা মন,
খুঁজতে গিয়ে সে মন কখন
দিগন্তে জীবন!