শুধু আজ বা কালকের দিনে দাঁড়িয়ে প্রত্যাশা ছুঁতে পারেনি
তাই মানুষটার মূল্যায়নে এতটা কার্পণ্য?
সেবার ভীষণ ভালোবাসার সমুদ্র দেখতে যায়নি
শুধু তুমি ভালোবেসে পাহাড় দেখতে চেয়েছিলে বলে।
স্বভাব বিরুদ্ধ হয়ে সেদিন একটু বেশি ঝাল দিতে বলেছিল ফুচকায়
শুধু তুমি খুব ঝাল দিয়ে খেতে ভালোবাসো বলে তারপর....!
পুরোদস্তুর নাস্তিক....প্রচণ্ড গরমে একশোটা তপ্ত সিঁড়ি ভেঙে পৌঁছে গিয়েছিল মন্দিরের উঁচু বারান্দায়,
শুধু তুমি বিগ্রহ দর্শন করে তবেই সেখান থেকে যাবে বলেছিলে বলে।
অপটু হাত পুড়িয়ে মুঠোফোন ঘেঁটে তোমার জন্য রেসিপি বানিয়েছিল
শুধু তুমি ধুম জ্বরে পড়েছিলে বলে।
আর মচকে যাওয়া পায়ে চুন-হলুদ?...সেও কি ভুলে গেলে?

আমরা ভুলে যাই....ইচ্ছে করেই ভুলে যাই
অথচ মনে রাখার দায়িত্বটা আমাদেরই থাকে।
আঙুল ঘুরিয়ে প্রশ্ন করতে ভালোবাসি না নিজেকে
অগোছালো রঙিন পাতাগুলো শুধু যত্নের অভাবে
হয়ে যায় ফিকে!