তুমি কখনো চাওনি
সত্যিটা সামনে আসুক...তোমার অদম্য প্রয়াস ছিল
কারণ সত্যিটা খুব কঠিন ছিল।
তুমি জানতে না আমি জানতাম যা কিছু হয়তো তা মিথ্যে
আমিও কখনো চাইনি আড়াল সরিয়ে
সত্যের উদ্ঘাটন করতে
কারণ সত্যিটা খুব কঠিন ছিল
মিথ্যেটা মিথ্যেই ছিল
কিন্তু সহজ ছিল, সুন্দর ছিল,স্বপ্নিল অভ্যাসে পরিণত হয়েছিল
ঠিক যেমনটা চাই তেমনই ছিল।
জানতাম একদিন মুখোমুখি দাঁড়াতেই হবে...
কিন্তু সেটা আজ নয় কাল নয় পরশুও নয়,সম্ভব হলে কোনোদিন নয়....
খড়কুটোর মতো জড়ো করেছি মুহূর্তদের আপ্রাণ
কিন্তু একদিন....
রঙ তুলি হাতে বারবার ছুটে যাই স্মৃতিপটে
রক্ষণাবেক্ষণের তাগিদে
নতুন অভ্যেসের জল গড়িয়ে যাতে সব ধুয়ে না যায়
দম বন্ধ করা নতুন অভ্যেসে যা কিছু বাড়তি অক্সিজেন দেয়...
তবু মিথ্যেটা মিথ্যেই ছিল
কিন্তু সহজ ছিল সুন্দর ছিল..স্বপ্নময় অভ্যেস ছিল
ঠিক যেমনটা চাই তেমনই ছিল,
কিন্তু মিথ্যেটা মিথ্যেই ছিল
সত্যিটা খুব কঠিন ছিল!