"নারী দিবস"...
নিছকই অপ্রয়োজনীয় চিহ্নিতকরণ
লোক দেখানো অনুভবের মেকী অনুরণন!
আজও নারী ঘরে বাইরে
সমান নিগৃহীতা,
জ্বলজ্বলে শিরোনামে প্রতিদিন
রক্তাক্ত খবরের পাতা!
গনধর্ষণ-ভ্রূণহত্যা-বধূ নির্যাতন
মিথ্যে কেন ওড়ানো তবে
নারীদিবসের কেতন?
একগোছা ফুলসহ
আবেগ মাখানো দুটো কথা
মনে প্রাণে উপলব্ধ না হলে তার অবদান
এমনি করেই সইবে নারী
অনিমেষ অসহ ব্যথা!
চেতনার দ্বারে ডুকরে মরে
নারীর বোবা কান্না,
ঢের তো হলো এবার জাগো
রক্ত-বন্যা আর না!
চায় না নারী সহানুভূতি চায় না প্রতিদান
প্রতিক্ষণে দিও পুরুষ
(সমগ্র 'পুরুষ জাতি' নয়..বিশেষ গোষ্ঠী),
নারীকে তার প্রাপ্য সম্মান!