যে পাখিটা গাইতে ভুলেছে...
ভুল করেও আর কি কেউ
তার কথা ভেবেছে?
না,ওরা ভাবেনি....ওরা ভাবে না
পাখি জানে সে কথা,
ভুল করেও তাই আর সেও তো ডাকে না!
শূন্য ডালে বাকি কথা লেখে শুকনো পাতায়,
থাক না দূরে মান অভিমান
কীই বা আছে ব্যথায়?
আকাশ বাতাস মেঘ বৃষ্টি
আর আছে ফুল সাথী,
বন্ধু ভেবে দু'হাত বাড়ায়...ছায়া বনবীথি!
সুন্দর ছুঁয়ে ডাকছে যে পথ...
সে পথে পাখি একলা কোথায়?