হৃদয় ভরা মনোহরা
ওই যে শরৎ শিউলি ঝরা,
হিমেল হাওয়ার কোমল আদর
মন যেন আজ পাগলপারা!
নীলের বুকে মেঘের মেলা
আবেগ চলে ভাসিয়ে ভেলা,
প্রেম জুটেছে মন-কাননে
কাশের বনে স্বপ্ন দোলা!
ঢাকের তালে আগমনী
ফুলের বনে কানাকানি,
খুশির জোয়ার ভাঙবে যে বাধ
মা আসছেন,দিন যে গুনি!
থাকবে না আর দুঃখ জরা
ফুলের হাসি হাসবে ধরা,
দীন দুখীদের স্বপ্ন নিয়ে
আসছে শরৎ হৃদয় হরা!