বাইরে করোনা
ভেতরে এক আকাশ ভাবনা
পালাবার পদ নেই আর,
অদৃশ্য শত্রু...
কঠিন লড়াইয়ে সামিল জীবন
তবে কি কেবলই যাতনাময়,
এ লড়াই কি কখনো শেষ হওয়ার নয়?
রাজপথ থেকে বহুদূরে যে মানুষটা
হেঁটে যেত রোজ
দু'মুঠো অন্নের তাড়নায়
সে কি ভালো আছে? কী খাচ্ছে?
কে নেবে তার খোঁজ!
বন্ধ রোজগার...
হয় না তাই অন্নের জোগার
অগণিত জীবন জুড়ে শুধুই হাহাকার!
অদ্ভুত পরিস্থিতি
রাতারাতি বদলে গেছে চিরন্তন রীতিনীতি
বেসামাল তাই জীবনের গতি!
প্রতিকার দূর অস্ত
বন্দীদশায় শঙ্কিত মন দিনরাত তাই ত্রস্ত!
পা বাড়ালেই পাতা আছে ফাঁদ
ছোবল দেবে মরণ,
এ কোন পরিহাস...এও কি বাঁচার ধরণ?
সমাজবদ্ধ জীবের নাকি
সামাজিক হওয়া বারণ!