শুরু হয়ে গেছে জীবনের এক নতুন অজানা অধ্যায়।কস্মিনকালেও কেউ কখনো কল্পনা করিনি এমন একটা জীবনের কথা।
কোনোরকম প্রশিক্ষণ আর প্রস্তুতি ছাড়াই কঠিন এক লড়াইয়ে সামিল হয়েছি আমরা।
লকডাউন...অজানা এক অভিজ্ঞতা,অনেক কিছু শিখিয়ে গেল আমাদের।কিন্তু এরপর?
টান পড়েছে রুজি রোজগারে,বাড়ছে ক্ষিদের জ্বালা।কেটে গেছে সুর-তাল-ছন্দ,জীবন জুড়ে এখন শুধুই ধন্ধ।
ধাপে ধাপে উঠে যাচ্ছে লকডাউন।
প্রশ্ন একটাই...এর পর?
সমীক্ষা বলছে ভাইরাসকে সঙ্গে নিয়েই চলতে হবে আমাদের।বেশ বুঝতে পারছি চেনা ছন্দে আর ফিরবে না জীবন।
জীবন শুধু উপভোগ করব এমনটা নয় এর পর থেকে সুস্থ থাকব.ভালো রাখব সমাজকে সেই প্রচেষ্টাই হবে জীবনের মূল মন্ত্র...
হতে হবে সংযমী কারণ জীবন যে সবচেয়ে দামী।
পাশাপাশি হাঁটব সবাই কিন্তু তফাৎ রেখে,
অপ্রয়োজনে বের হবো না বাড়ির ভেতর থেকে।
বন্ধু স্বজন সবার সাথে ফোনেই হবে কথা,
হতে হবে সহনশীল যদিও মনে ব্যথা।
এড়িয়ে চলব ভিড় জমায়েত থাকব পরিচ্ছন্ন,
করে নেব ত্যাগ স্বীকার সুস্থ থাকার জন্য।
মেনে নেব পরিবর্তন ভাবব না পরাধীন,
ভয় পেয়ে নয় লড়াই করে বাঁচব প্রতিদিন।
হোক না লড়াই কঠিন ভারি রাখব মনের জোর
একদিন ঠিক ঘুচবে আঁধার আসবে নতুন ভোর।
আসুন সবাই এক সুরে গাই...
"বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।"