তবু যদি মনে আসে দুটো কিংবা চারটে লাইন
লেখা থাক স্বর্ণাক্ষরে...
কাগজের আদুরে ভাঁজে একটূ যত্ন করে।
যদি আর কখনো দেখা না হয় কবিতার সাথে
কলম যদি ভরসা হারায়...এই হাতে!
মরে যাওয়া জমি যদি ভেজে জলে
চারাগাছের মনে স্বপ্ন আবার লালিত হয় হেসে খেলে
দুলিয়ে মাথা কানে কানে ওরা কতো কথা বলে!