** মৃত্যু বোঝে না ধর্ম বর্ণ
মৃত্যু বোঝে না কে কোন জাত,
ডাক্তার রূপে ঈশ্বর আজ
বাড়িয়েছেন তার নিরপেক্ষ হাত!
আমরা যারা খুব সাধারণ
শুধু শুনি আর দেখে চলি,
সারাটা জীবন সুবিধেমতো
মিথ্যে রঙের খেলা খেলি...
সময় এসেছে কিছু করার
চলো ঘরে যাই সব ভুলি,
যে লড়াইটা তোমার আমার
লড়ি একসাথে সবে মিলি!
** নিয়ম করে এ ক'টা দিন
থাকলে না হয় বন্দী,
সমূলেতে উপড়ে ফেল
করোনার সব ফন্দি!