তোমারও উঠোনে কোনো একদিন
আসবে শিউলি-ভোর,
অভিমান করে রেখো না সেদিনও
বন্ধ মনের দোর!
তোমারও জন্য ভাবা আছে ঠিক
ভাবনা দীপ্তিময়,
পাখির কন্ঠে নতুনের গানে
আসবে ঠিক সময়!