গুমরে থাকা বর্ষা বিকেল...সকাল থেকেই মেঘেরা নিশ্চুপ,
সুযোগ পেলেই মন খারাপের শব্দগুলো অবাধ্য হয় খুব!
সময়টা যতোই অচেনা লাগুক এমন দিনে স্মৃতি-পটে আঁকতে ছবি মনটা আজও সেই চেনা উৎসুক!
বর্ষা তখন অন্যরকম,প্রথম কদম ফুল
কী যায় আসে হলোই না হয় কোথাও একটু ভুল!
একটি ছাতায় অনায়াসে দুটি ঠিকানা থমকে দাঁড়ায় সময়..বৃষ্টি থামে না!
"আয় বৃষ্টি ঝেঁপে"...সুখ নেব মেপে...নামল যথারীতি,"প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে" প্রতীক্ষার ইতি!
অনুভব জুড়ে নৈসর্গিক সুন্দর, শব্দেরা জব্দ...প্রফুল্ল অন্তর!
ঝোপের নীচে দুইটি শালিখ ভিজছিল প্রাণপন...
ইচ্ছেগুলো ঝটপট চাপিয়ে দেওয়া ডানায়
স্বপ্ন ছোঁয়ায় জীবন...যোজন দূরে যাপন,
বৃষ্টি আমি শালিখ-যুগল,ঠিকানা...একান্ত আপন!
প্রত্যাশিত চুমুক ধরে থাকা কফিকাপে...অপ্রত্যাশিত শূন্যতা হোঁচট খাওয়া ধাপে!
শূন্য থেকেও তো শুরু করা যায় জীবন যাপন জুড়ে ফিরে আসা,রোজনামচায়!