গুরু গুরু ঘন মেঘ
গরজে বরষে,
প্রাণ মন শান্ত
শীতল সে পরশে।
চমকায় বিজুরী
অবিরাম বর্ষণ,
অধীর নয়ন জুড়ে
প্রকৃতির দর্শন।
শন্ শন্ হাওয়া বয়
পথ ঘাট শুন্ শান্,
হাঁটুজল রাস্তায়
পাখিদের ভীত প্রাণ।
ভেজা কাক দেয় ডাক
শালিখের ভেজে ডানা,
গাছেরা সজীব হল
কবিতায় নেই মানা।
বর্ষা মুখর দিন
ভেজা রঙে সব রঙিন,
প্রকৃতির কাছে আজ
জমেছে কত যে ঋণ!