বাঁধব তোমায় শব্দ-বাঁধনে
এতো সাহস নেই যে এ মনে!
অন্তরে মনে প্রতিটি জীবনে
তুমি যে আলোর ঠিকানা,
অসীমের মাঝে অনন্ত তুমি
কলমে যে বাঁধা যায় না!
হৃদয়ের মাঝে বিরাজ তুমি
ধন্য বাঙালি,বঙ্গভূমি...
আজ শুভদিনে শ্রদ্ধা জ্ঞাপনে
শতকোটিবার তোমায় প্রণমি!