দেখেছি তো আগেও
এখনও দেখি...
সেই চেনা ছবি আনাচে কানাচে
দু'চোখ যেন বলছে এখন,আরও কতো কী যে
রয়েছে দেখা বাকি!
ভেবেছি আগেও,এখনও ভাবি
ভাবনার এখন হাজার দাবী!
ওই সুদূরে....
নীল সাগরের শেষ সীমানায়
ভাবনা ছোটে কোন অজানায়?
সাধ জেগেছে ওর মনে আজ
উড়বে অবাধ মুক্ত ডানায়!
আকাশ বলে বন্ধু হবি?
ইচ্ছেমতো রঙ ছড়িয়ে
আমার গায়ে আঁকবি ছবি!
ডাকছে পাহাড় ডাকছে নদী
কোন সে ধারায় বইছে সময়
ডাকছে কে যে নিরবধি!
কথার 'পরে সাজছে কথা
সিলেবাসের বাইরে জীবন
বুনছে এ কোন গল্পগাঁথা?
সেই পুরোনো তবুও কেন
নতুন রূপে আজ পৃথিবী,
ওদের ডাকে দিতে সাড়া
হতেই বুঝি হয় যে কবি!