সবাই তৎপর...
ঘটনাটা ঘটে যাওয়ার পর!
যা গেছে তা যাক
ওরকম অ..নেক আগেও গেছে
এখনও যাচ্ছে আগামীতেও যাবে,
তার চেয়ে বরং ঘটনার রেশটুকু থাক!
ঘটনাকে কেন্দ্র করে
কারও ভাবনার কার্টুনে বিস্তার...
জোকস বানিয়ে রাতারাতি
সময় এখন সোস্যাল মিডিয়ায়
হাততালি কুড়োবার!
সবাই ব্যস্ত ভীষণ,
কবি সাহিত্যিক মিডিয়া...
ঘটনার নিন্দায় সবাই
দোষ কার দোষী কে?
ভীত সন্ত্রস্ত সাধারণের জীবন!
ছবিটা মুহূর্তের...পরের পাতায় জীবন গতিময়
মাত্র কয়েকটা দিন,সবাই সবটা ভুলে যায়....
দোষের খানিকটা কিন্তু নিজেদের ওপরেও বর্তায়!
কর্তব্য কি নিজেদেরও ছিল না?
একটু সাবধান,একটু সচেতন
চেতনার তালাবন্ধ ঘরটা খুলে ধূলো ঝেড়ে
উচিত কি ছিল না আসতে দেওয়া
এক চিলতে রবির কিরণ?
নিজেরাও তো করি একই ভুল বারবার
"....জেনে শুনে বিষ করি পান"
ভুলেও মাশুল যে গুনতেই হয়
চলে যায় শুধু....কিছু তাজা প্রাণ!