কিছু তো যায় আসে
মুখে যতোই বলি,
হ্যাঁ,তবুও তো পোড়ে হৃদয়
হয়তো আমরা সবাই জানি
একটু আধটু অভিনয়!
পরিচয়হীন...তবু
বাঁচার জন্য বাঁচিয়ে রাখি...
আমার পরিচয়!