রূপে গুনে তুমি ফুলের মতো হতে পারো মেয়ে
কিন্তু ফুলের মতো নরম হয়ো না যেন
তবু যদি ফুল হও কিছু কাঁটা রেখো সাথে,
পাপড়িরা তোলা থাক ঈশ্বরের জন্য
কাঁটারা লিখুক লাল কাহিনী এগোনো অসৎ হাতে।