প্রিয়...
কথাগুলো বলে উঠতে পারিনি আজও...
আজ যদি না বলি নিজেকেই হয়তো
ক্ষমা করতে পারব না কোনোদিন!
মুখোমুখি বসলে অগোছালো হবে পুরোটাই,তাই...!
ভীষণ রাগ...অভিমান হয়েছিল,
অভিভাবকদের অটল সিদ্ধান্তে বাধ্যতামূলক এলাকার এই ডাকসাইটে সুন্দরী যেদিন সাত পাকে বাঁধা পড়েছিল অচেনা এক অসুন্দরের সঙ্গে!
কানে আসত চাপা গুঞ্জন...বড্ড বেমানান
মেয়ের পোড়া কপাল,
অনুভবে...'ধরণী দ্বিধাবিভক্ত হও'!
পূর্ণ হলো আজ দশটা বছর...অজান্তেই
যে আয়নাটা আমায় অহংকারী হতে শেখায়,
আজ তাকে সুন্দরের সংজ্ঞা শেখাই তোমার উপমায়!
অনিচ্ছা সত্ত্বেও যেদিন হঠাৎ-ই চোখ রেখেছিলাম ওই চোখে...মনমুকুরে সুন্দরতম!
বুঝলাম,পাতালপুরী থেকে আমার যাত্রা শুরু স্বর্গের পথে,অমৃতালোকের টানে!
স্বচ্ছ হৃদয়,অসম্ভব সুন্দর মন....আমি সৌভাগ্যবতী!
তুমি ক্ষমাসুন্দর...বুঝেছি তা অনেক আগেই!
চাইনা আমার স্বপ্নপুরুষ,জন্ম-জন্মান্তরে থেকো আমার একান্ত আপন এমনই মনের মানুষ!
শুধু তোমারই....