কথাগুলো জমে ছিল বহুকাল...
বলব করেও বলা হয়নি আর,
হয়তো বা বলতেও চেয়েছি অনেকবার
শোনার সময় আছে কার
দোহাই...ব্যস্ততার!
মুখে না বলেও বলা হয়ে যায়
অ...নেক কথা,
শিখিয়েছে...কবিতা
কখনো প্রেমের কথা কখনো বা ব্যথা!
মনের দুয়ার খুলে বলি আজ
জমানো লুকোনো ক...তো কথা!
দু'পা পিছিয়েও তাই
চার পা এগিয়ে এসে ধরি...
কবিতার হাত,
সেই তো জানে শুধু...
কীভাবে রাঙাতে হয়...কথার বরাত!