দেখা শোনা বোঝার বাইরে
আর এক পৃথিবী...
স্বচ্ছ নদীর ধারা বয়ে চলে অবিরত...
বাধাহীন!
রঙ বদলের মিথ্যে প্রয়াস নেই
টিকে থাকার লড়াই নেই,
...কোনোটাই অভিনয় নয়
বাকিটা বাদ দিলে শুরু ও শেষটা
এখানেই হয়!
'কেন"?...অযথা প্রশ্ন নয়
যা কিছু...সেটুকুই পরিচয়!
নিসর্গের ফ্রেমে বাঁধানো আরশি
ভিন্ন স্বাদে শান্তির ঠিকানা
এপার ওপারে স...বটা সত্যি!