অনেকগুলো সূর্যাস্তের পর আজই নতুন সূর্যোদয়
ভোরের প্রথম আলোর ছটা...
কৃষ্ণেন্দুর দীপ্তিময় চোখে চোখ পড়ে যায়
আর ফেরাতে পারিনি!
ভালোবাসার প্রথম স্পর্শে নবোদয়
তোমার প্রতি আমার প্রথম স্বীকারোক্তি...
সেদিনের পর থেকে তোমার আমার দেখা হয়েছে বহুবার
কিন্তু বলা হয়নি কখনো!
অদিতির জন্মদিনে উপহার দেবে বলে
ওর যে দূর্দান্ত ছবিটা এঁকেছিলে,হ্যাঁ
কালো কালিতে দেওয়া কাটা দাগটা সবার অগোচরে আমিই দিয়েছিলাম!
আমি জানতাম তুমি কখনো আমার হবে না
মনে পড়ে কতটা রেগে গিয়েছিলে তুমি
মরিয়া হয়ে খুঁজেছিলে অপরাধীকে...পাওনি
আড়াল থেকে প্রতিপক্ষের হার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি আমি,ভীষণ হিংসে হতো যে
তুমি জানতেও পারো নি!
তোমার তো কোনো দোষ ছিল না
পারলে ক্ষমা কোরো আমায়!
সেদিনের ষোড়শী আজ অনেক পরিণত
ভালোলাগা আর ভালোবাসার পার্থক্যটা
আজ সে নিজেই উপলব্ধি করতে পারে বেশ!
অদিতিকে নিয়ে তোমার ভরা সুখের সংসার...
কোনো ক্লেশ রেখো না মনে...আমিও রাখিনি
আমি খুব ভালো আছি,তুমিও ভালো থেকো অনিমেষ!