দীঘল পথের পরিক্রমায়
মেঘ শিবিরে জলের প্রবেশ,
বৃষ্টি বলে ঝরতে পারি
কবি মনে একলা আবেশ।
বইছে নদী নাম না জানা
চলছে যে পথ একলা নিবিড়,
শিমূল পলাশ বসন্ত রং
মন ছুঁয়েছে উদাস কবির।
ঝিলের শোভা শাপলা শালুক
পানকৌড়ি দিচ্ছে ডুব,
গাঙচিলের ওই ডানায় চেপে
একলা আকাশ ভীষণ চুপ।
মাঠের 'পরে ওই ওপারে
রূপকথাদের হাতটি ধরে,
নিকোনো উঠোন মাটির প্রদীপ
সন্ধ্যা সাজে আলোর ঘরে।
ওলটপালট ভাবনারা সব
জোছনা আকাশ চাঁদের হাসি,
হৃদসাগরে বইছে জোয়ার
স্বপ্ন দু'চোখে বানভাসি।