খাঁচা হতে চাইনি কখনো
অবাধ ডানার জন্য খোলা আকাশ হতে চেয়েছিলাম
স্বাধীন ডানা খুঁজে নেবে ঠিকানা...
দরজাটা খুলেই রেখেছিলাম।
নোঙর বাঁধা নৌকোর কাছে ছুটে যাইনি গোধূলি বেলায়
বুঝতে দিই নি পুড়ছে মন এখনও দহন জ্বালায়।
দরজাটা আজও খোলাই আছে তবুও ইচ্ছে করে
যদি ফিরে আসে ইচ্ছে-ডানা...ঘর মনে করে।