নদী যখন মোহনার টানে
ঝরনার কথা মনে পড়ে খুব...
কল্ কল্ শব্দে দুরন্ত যৌবন
নিসর্গের কোল ঘেঁষে উদাত্ত আহ্বান!
স্রোতের প্রতিকূলে ভারী হয়ে আসে পা
সময়ের কড়া শাসনে সমুদ্র তখন নিজের দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ।
একঘেয়ে ইচ্ছেরা সোচ্চার আবারো
তবু ছুঁয়ে দেখি একবার
কোমল স্পর্শ
শীতল আবেশে বয়ে চলি দূর দূরান্তে...বনান্তে!
আঁকাবাঁকা পথ বুকেতে শপথ
দুর্বার গতি স্পর্শ প্রাণের
কন্ঠ জুড়ে গান স্বপ্নিল জীবনের!
অনেকটা দেরী হয়ে গেছে বোধহয়।
নদী শুধু বয়ে চলে সমুখের আহ্বানে
মোহনা যখন ব্রত,
ভুলতে তো হবেই ব্যথা,ঝরনাকে হারানোর ক্ষত।